বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

বুড়িচংয়ে স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত 

কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসারে এরশাদ গার্লস হাইস্কুলে বাংলাদেশ স্কাউটস বুড়িচংয়ের ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডে ক্যাম্প শেষে ৩২ জন শিক্ষার্থীর মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) এরশাদ গার্লস হাইস্কুলে এ ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

এ হাইস্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জি. এরশাদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুড়িচং ইউএনও সাহিদা আক্তার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান। বক্তব্য দেন,বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সোনার বাংলা কলেজের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, বাংলাদেশ স্কাউট বুড়িচং উপজেলার সম্পাদক মো. ইছমাইল হোসেন, উপজেলা স্কাউট লিডার মো. কামরুজ্জামানসহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা এ সময় উপস্থিত ছিলেন।

টিএইচ